ডেস্ক নিউজ : যুব গণফোরাম কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি সভা গত ২৭মার্চ সকাল দশটায় গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে (সিদ্দিক ম্যানসন,৫৫/এ পুরানা পল্টন) অনুষ্ঠিত হয়।
যুব গণফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শরিফুল ইসলাম সজলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গণফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ ও ম শফিক উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গণফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সংগঠক ও অন্যতম সদস্য মোশতাক আহমেদ। সভায় আলোচনা করেন গণফোরাম কেন্দ্রীয় নেতা হারুনুর রশিদ তালুকদার, সফিউর রহমান খান বাচ্চু, যুব গণফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ডা. আলাউদ্দীন ভূইয়া, মো. জহিরুল ইসলাম, তৌফিকুল ইসলাম পলাশ, অধ্যাপক বকুল ইসলাম, মো. বোরহান উদ্দিন প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে জেলা থেকে আগত নেতৃবৃন্দ আলোচনা করেন।
পরে সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট শরিফুল ইসলাম সজলকে সভাপতি, ডা. আলাউদ্দীন ভূইয়াকে সহসভাপতি এবং মো. জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়।
খখ/প্রিন্স