খাসখবর বিনোদন ডেস্ক : বাবা-মায়ের মতোই প্রেম করে বিয়ে করলেন স্বাধীন।কে এই স্বাধীন? ঢালিউডের জনপ্রিয় নায়িকা মৌসুমী ও নায়ক ওমর সানি দম্পতির একমাত্র ছেলে ফারদিন এহসান স্বাধীন।
গত ২৬ মাচ কানাডা প্রবাসী কুমিল্লার মেয়ে সাদিয়া রহমান আয়েশাকে বিয়ে করে ঘরে তুলে নিলেন।
আগামী ৫ এপ্রিল ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে বর-কনের গায়ে হলুদ। ৯ এপ্রিল আরেক পাঁচ তারকা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।
গায়ে হলুদ ও বিবাহোত্তর সংবর্ধনার মাঝামাঝি সময়ে ফারদীন ও আয়েশার আকদ সম্পন্ন হবে। আপাতত ছেলের বিয়ে নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন সানি-মৌসুমী। সকলের দোয়া চেয়েছেন এই দম্পতি।
ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি-মৌসুমী ১৯৯৫ সালের ৪ মার্চ প্রেম করে বিয়ে করেন। এরপর ২৫ বছর একসাথে আছেন ঢালিউডের জনপ্রিয় দম্পতি মৌসুমী ও ওমর সানি।
এক মেয়ে ও এক ছেলের সুখের সংসার তাদের। এবার সেই সংসারে যোগ হলেন আরো একজন সদস্য।
গনমাধ্যমকে ওমর সানি জানিয়েছেন, গত ২৬ মাচ আমাদের ছেলে ফারদিন এহসান স্বাধীনের আকদ সম্পন্ন হয়েছে। নবদম্পতির জন্য আপনারা দোয়া করবেন।
জানা গেছে,বছর খানেক আগে ফারদীনের সঙ্গে আয়েশার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব, এরপর ভালো লাগা, ভালো বাসা।
সে কথা দুই পরিবারের সঙ্গে ভাগাভাগি করেন দুজন। পরিবার থেকে কোনো আপত্তি আসেনি। অবশেষে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন স্বাধীন-আয়েশা যুগল।
জন্মসূত্রে কুমিল্লার বাসিন্দা হলেও আয়েশা মা-বাবার সঙ্গে কানাডায় থাকেন। সেখানেই বড় হয়েছেন এবং করেছেন পড়াশোনা।
খখ/মোহন মিন্টু