খাসখবর মুখোমুখি : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার বিজয় বসাক বলেছেন মহামারী করোনা ভাইরাসের কঠিন ক্রান্তিলগ্নে বাংলাদেশ পুলিশ সর্বশক্তি নিয়ে যেভাবে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছিল ঠিক একই ভাবে ভাইরাসের দ্বিতীয় ধাপেও মানুষের পাশে থাকবে পুলিশ।
স্বাস্থ্যবিধির কঠিন অনুসরণের মাধ্যমেই করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলা করা হবে বলেও তিনি মন্তব্য করেন।
আজ মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে নগরীর পাঁচলাইশ মডেল থানার কমিউনিটি পুলিশিং কমিটি এবং বিট পুলিশিং কমিটির সমন্বয়ে আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে পাঁচলাইশ মডেল থানাধীন দ্যা কিং অব চিটাগং কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
পাঁচলাইশ মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আবু সাঈদ সেলিম, কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি পাঁচলাইশ মডেল থানা, বিট পুলিশিং এর পক্ষে ৩৬ নং বিটের সভাপতি জসিমুল আনোয়ার খান, পরিবেশবিদ বখতেয়ার উদ্দিন খান, নারী নেত্রী হোসনে আরা পারুল, জোহরা বেগম ও কোহিনুর আক্তার।
করোনা সচেতনমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপ পুলিশ কমিশনার বিজয় বসাক আরো বলেন, বাংলাদেশ পুলিশের সকল সদস্য করোনাভাইরাস মোকাবেলাসহ যেকোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় এদেশের মানুষের পাশে থাকবে।
আয়োজিত অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় ৮ থেকে ৯ শত মানুষ যোগদান করেন। দিনব্যাপী পাঁচলাইশ থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বাউল শিল্পীদের নিয়ে গানে গানে করোনা সচেতনতামূলক প্রচারণা এবং মাক্স বিতরণ করা হয়।
সচেতনতামূলক গান পরিবেশন করেন বাউল শিল্পী মো. কামাল এবং কেয়া পপি।
খখ/মোহন মিন্টু/প্রিন্স