পটিয়া থানায় হামলার ঘটনায় মামলা

মামলায় হেফাজতের ৭ থেকে ৮শ জন আসামি

পটিয়া হামলা থানা হেফাজত ইট পাটখেল

খাসখবর পটিয়া প্রতিনিধি : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে গত শুক্রবার পটিয়া থানায় হামলার ঘটনায় মামলা করা হয়েছে।

thai foods

চট্টগ্রামের পটিয়া থানায় গতকাল মঙ্গলবার রাতে করা এ মামলায় ৭ থেকে ৮শ জনকে আসামি করা হয়েছে বলে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান এ তথ্য জানান।

তারিক রহমান বলেন, ২৬ মার্চ বিকেলে হেফাজতের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল থেকে থানায় হামলা করা হয়। এই হামলায় ৭ থেকে ৮শ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গত শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর হেফাজতের নেতাকর্মীরা মোদিবিরোধী বিক্ষোভ মিছিলের সময় পটিয়া আল জামেয়া আল ইসলামীয়া (পটিয়া মাদ্রাসা) ছাত্ররা অর্তকিত ভাবে থানা কম্পাউন্ডে ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেন।

খখ/সঞ্জয়/প্রিন্স

আগেবন্দরটিলায় বোমার ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা, আটক ১
পরেতিন পার্বত্য জেলায় সকল পর্যটনকেন্দ্র বন্ধ