বন্দরটিলায় বোমার ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা, আটক ১

বোমা, সদৃশ, বস্তু, ভয়, ব্যাংকে, আটক, বন্দরটিলা, ইপিজেড

খাসখবর চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা বন্দরটিলা এলাকার একটি ব্যাংকে ডুকে বোমা সদৃশ বস্তুর ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হয়েছে।

thai foods

আজ বুধবার (৩১ মার্চ) বিকেলে ওই ব্যাংকে কয়েকজন লোককে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করে ওই ব্যক্তি।

পরে কেউ একজন কৌশলে পুলিশকে ঘটনাটি অবহিত করলে ইপিজেড থানা পুলিশের একটি টিম তাৎক্ষনিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। পরে তার কাছে থাকা বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ।

আটক হওয়া ব্যক্তির নাম তারিকুল ইসলাম। তিনি কক্সবাজার জেলার চকরিয়া চিরিঙ্গা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

তথ্যটি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া। তিনি বলেন, ইপজিড থানা বন্দরটিলা এলাকায় অবস্থিত ট্রাষ্ট ব্যাংকের একটি শাখায় প্রবেশ করে তারিকুল ইসলাম নামে এক যুবক।

এসময় তার হাতে থাকা ব্যাগে বোমা আছে জানালে ব্যাংকে অবস্থান করা সকলের মনে ভয়ভীতি তৈরি হয়। তাছাড়া সকলকে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করে তারিকুল।

পরে খবর পেয়ে তারিকুলকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তিনি এ ঘটনাটি ঘটিয়েছে তার সঠিক কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

খখ/প্রিন্স

আগেবোয়ালখালী পৌরসভা নির্বাচনের লড়াই হবে মেয়র পদেও
পরেপটিয়া থানায় হামলার ঘটনায় মামলা