খাসখবর সীতাকুণ্ড ডেস্ক : মোটর সাইকেল যোগে চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ডে বাড়ি ফেরার পথে ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ৩৭ বছর বয়সী যুবক জসিম উদ্দিন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার সময় উপজেলার সলিমপুরস্থ ফৌজদারহাট-বায়োজিদ বোস্তামী সড়কের (বাংলা বাজার অংশে) ব্রিজের উপর দুর্ঘটনাটি ঘটে।
নিহত জসিম একই উপজেলার পুর্ব মুরাদপুরের পেশকার পাড়া এলাকার মো. কবির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীদের বরাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই নুরুন্নবী বলেন, ফৌজদারহাট-বায়োজিদ সড়কে একটি ড্রাম ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয়।
তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক করা হয়েছে ঘাতক ড্রাম ট্রাক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
খখ/প্রিন্স