রিজভী আইসিইউতে

রিজভী, আইসিউতে, করোনা, স্কয়ার হাসপাতাল

খাসখবর রাজনীতি ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। করোনা আক্রান্ত বিএনপির এ নেতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়।

thai foods

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেবেল কমে গেছে।

এর আগে সকালে রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার গণমাধ্যমকে জানান, গত বুধবার (৩১ মার্চ) তৃতীয়বার করোনা টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। তবে শারীরিক অবস্থা ভালো ছিল।

বৃহস্পতিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে ইনজেকশন দেওয়া হয়েছে।

পরে অক্সিজেন লেবেল আরও কমে যাওয়ায় বিকেল সাড়ে ৩টার দিকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

গত ১৬ মার্চ রিজভীর করোনা পজিটিভ হওয়ার পর ১৭ মার্চ থেকে তিনি স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটে ১৩০৫ নম্বর কেবিনে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন

খখ/প্রিন্স

আগেট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
পরেদেশে সব নির্বাচন স্থগিত : সিইসি