মেগা স্টার রজনীকান্ত পাচ্ছেন দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন বার্তা

মেগা স্টার রজনীকান্ত দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড নরেন্দ্র মোদী

খাসখবর বিনোদন ডেস্ক : ১৯৭৫ সালে তামিল ভাষার ‘অপূরভা রাগনাগাল’ সিনেমার মাধ্যমে চিত্রজগতে পা রাখেন তামিল সিনেমার জনপ্রিয় মেঘা স্টার রজনী কান্ত। এর পরের ইতিহাস সবারই জানা।

thai foods

ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার সর্বোচ্চ পুরস্কার (দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড) ৫১ তম অর্জন করছেন এ মেগা স্টার। তার প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার (১ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর এই ঘোষণার দেন।

টুইট করে মন্ত্রী জানান, ‘ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সেরা অভিনেতা রজনীকান্ত-কে এই বছরের দাদাসাহেব ফালকে পুরষ্কার ঘোষণা করতে পেরে আমি খুশি। অভিনেতা, প্রযোজক এবং চিত্রনাট্যকার হিসাবে তার অবদানকে সম্মান দেওয়া হয়েছে।

রজনীকান্তকে এই পুরষ্কারের জন্য যে নির্ণায়ক-সভা তৈরি হয়েছিল, তাতে ছিলেন গায়ক আশা ভোসলে এবং শঙ্কর মহাদেবন, অভিনেতা মোহনলাল ও বিশ্বজিৎ এবং চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই।

২০১৯ সালে দাদাসাহেব ফালকে সম্মান পেয়েছিলেন বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন। গত বছর করোনার কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত হয়নি।

এবার রজনীকান্তকে ৫১তম দাদাসাহেব ফালকে সম্মানের সঙ্গে ভূষিত করবার কথা জানালো ভারতের কেন্দ্রীয় সরকার। তাকে শুভেচ্ছা জানিয়ে ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

রজনীকান্তের বয়স এখন ৭০ বছর। তিনি ভারতীয় চলচ্চিত্রকে অন্যমাত্রা দিয়েছেন। ১৯৭৫ সালে তামিল ভাষার ‘অপূরভা রাগ নাগাল’ সিনেমায় অভিষেক করেছিলেন তিনি। তারপর একেরপর এক সুপারহিট সিনেমায় অভিনয় করেন রজনীকান্ত।

খখ/মোহন মিন্টু

আগেমিরসরাইতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
পরেবিয়ের ১ মাসের মাথায় মা হওয়ার সুখবর দিলেন দিয়া মির্জা