খাসখবর চট্টগ্রাম ডেস্ক : প্রাণঘাতি মহামারি করোনার বিষে আক্রান্ত হয়ে ৪৫ বছর বয়সেই মৃত্যুবরণ করেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা কামরুল আলম।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কামরুল আলম কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার বাসিন্দা। দুই সন্তান ও স্ত্রীসহ পরিবারের সকলে ঢাকার বাসিন্দা। তবে তার কর্মস্থল ছিল চট্টগ্রামে।
শুক্রবার (২ এপ্রিল) সকালে তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান।
তিনি জানান, গত ২৫ মার্চ চট্টগ্রাম থেকে ঢাকায় নিজের বাসায় গিয়েছিলেন আতাউর রহমান। এর ২দিন আগে থেকেই হাল্কা জ্বর ও সর্দি দেখা দেয় তার শরীরে।
গত কয়েকদিনে অবস্থার অবনতি হলে গত ২৯ মার্চ তিনি করোনা টেস্টের নমুনা পরীক্ষা করান। তার রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন।
সেখান থেকে পরে তাকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। বৃহস্পতিবার রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খখ/প্রিন্স