খাসখবর ক্যাম্পাস ডেস্ক : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে পরিচালিত ৪০টি গবেষণা প্রকল্পের মধ্যবর্তী রিপোর্ট উপস্থাপন সম্পন্ন হয়েছে।
তিন দিনব্যাপী উপস্থাপনা অনুষ্ঠান গবেষকগণ তাঁদের গবেষণা কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন। সমাপনী অনুষ্ঠানে গবেষকদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।
পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. আশরাফ আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপস্থাপনা অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৪০ জন গবেষক তাঁদের গবেষণা কর্মের মধ্যবর্তী রিপোর্ট উপস্থাপন করেছেন।
খখ/প্রিন্স