খাসখবর চট্টগ্রাম ডেস্ক : গভীর সমুদ্র বন্দরে স্ট্যাটম্যান্ট অফ ফেক নামের একটি জাহাজের ম্যানহোলে নেমে তামা খুঁজছিলেন ওই জাহাজের কোস্টার হাউজে কর্মরত শ্রমিক আব্দুল্লাহ(২৫)।
গত শনিবার রাতে তিনি ম্যানহোলে প্রবেশ করলেও পরদিন সকাল পর্যন্ত তিনি নিখোঁজ থাকে। জাহাজটিতে কর্মরত অন্যান্য সহকর্মীরা অনেক খোঁজাখুঁজির পর রবিবার দুপুর ১টার দিকে মুমুর্ষ অবস্থায় তাকে পাওয়া যায়।
গভীর সমুদ্র বন্দর থেকে ওই অবস্থায় শ্রমিক আব্দুল্লাহকে পতেঙ্গা আনা হয় রাত সাড়ে ৯টায়। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরাত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল্লাহ বান্দরবান জেলার রুমা উপজেলার পেন্দু চান্দা পাড়ার মুনকিছনের ছেলে বলে জানা গেছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জাহাজে শ্রমিক নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন।
খখ/প্রিন্স