দেশে করোনা শনাক্তে ৭ হাজার পেরিয়েছে আজও, মৃত্যু ৫২

২৪ ঘন্টায় শনাক্ত ৭০৭৫ ও সুস্থ হয়েছেন ২৯৩২ জন

করোনা আক্রান্ত মৃত্যু দেশে শনাক্ত,সুস্থ,

খাসখবর মহামারী ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহ তান্ডবে আজও শনাক্ত ছাড়িয়েছে ৭ হাজার। দীর্ঘ থেতে দীর্ঘ হচ্ছে সংক্রমণের তালিকাটা। দেশে গত ২৪ ঘণ্টাতেও আগের দিনের মতোই সাত হাজার ছাড়িয়ে (কোভিড-১৯) সংক্রমিত হিসেবে নতুন শনাক্ত হয়েছে ৭ হাজার ৭৫ জন।

thai foods

এ নিয়ে টানা দ্বিতীয় দিন সংক্রমণ শনাক্ত হলো সাত হাজারের বেশি। এখন পর্যন্ত দেশে একদিনে সাত হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে এই দুই দিনই।

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। একদিনে নতুন করে মৃত্যুর সংখ্যায় যোগ হয়েছে আরো ৫২ জন। তাদের নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৩১৮ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করা হয় ৩১ হাজার ৯৭৯টি। এসময়ে দেশের ২২৭টি ল্যাবে ৩০ হাজার ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে নতুন করে আরও ৭ হাজার ৭৫ জনের দেহে অদৃশ্য ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৪০ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার হার ১৩ দশমিক ৩৯।

সোমবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চীনের উহান ছড়িয়ে পড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৩১৮ জনে।

মৃত্যুর হার ১ দশমিক ৪৫। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫২ জনের মধ্যে ৩৪ জন পুরুষ, ১৮ জন নারী। তাদের ৫০ জনই হাসপাালে মারা গেছেন, বাসায় মারা গেছেন দুই জন।

এই ৫২ জনের মধ্যে ৩২ জনের বয়স ষাটোর্ধ্ব, ৯ জনের বয়স ৫১ থেকে ৫০ বছর ও ছয় জনের বয়স ৪১ থেকে ৫০ বছর। এছাড়া ৩১ থেকে ৪০ বছর বয়সী তিন জন এবং ১১ থেকে ২০ ও অনূর্ধ্ব ১০ বয়সী একজন করে মারা গেছেন।

এই ৫২ জনের ৪০ জনই ঢাকা বিভাগের ও সাত জন চট্টগ্রাম বিভাগের। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে মারা গেছেন একজন করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন দুই হাজার ৯৩২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৫ হাজার ৪১৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ১৯ শতাংশ।

খখ/প্রিন্স

আগেলকডাউন অভিযান : বাঁশখালীতে ২৩ মামলায় ৩৯ জনের জরিমানা
পরেওযু করে মাস্ক পরে যেতে হবে মসজিদে, নামাজ আদায়ে ১০ নির্দেশনা