খামখবর চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর খুলশী ঝাউতলা রেলওয়ে সেতু বিভাগের গুদানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৬ এপ্রিল) ভোর ৫ টা ২৩ মিনিটে দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে নগরীর আগ্রাবাদ ও নন্দনকানন স্টেশন থেকে ৬টি গাড়ি ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ আগুন লাগার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন মঙ্গলবার ভোরে ঝাউতলা রেললাইন সংলগ্ন রেলওয়ের সেতু বিভাগের একটি গুদামে আগুন লাগার খবর পাই।
ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ঘটনাস্থলে পৌছে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই গুদামটি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়। তাছাড়া গুদামের পাশে থাকা একটি কাঁচা দোকানও ক্ষতিগ্রস্থ হয়েছে।
তাৎক্ষনিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। তদন্ত সাপেক্ষ পরে তা জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
খখ/প্রিন্স