খাসখবর দুনিয়া ডেস্ক : দক্ষিণ-পূর্ব ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় সেরোজায় সৃষ্ট আকস্মিক বন্যা এবং ভূমিধ্বসের ঘটনায় দেড়শতাধিক লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এখনো নিখোঁজ আছেন অনেকে। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
মুষলধারে বৃষ্টির কারণে গতকাল রবিবার সকালে ইন্দোনেশিয়ার সবচেয়ে পূর্বের প্রদেশ ওয়েস্ট নুসা তেঙ্গারায় প্রথম বন্যার ঘটনা ঘটে। তাছাড়া ইন্দোনেশিয়ার ফ্লোরস দ্বীপপুঞ্জ থেকে পূর্ব তিমুর পর্যন্ত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে বার্তাসংস্থা এএফপি জানায়, তারা পূর্ব তিমুরের কাছে একটি প্রত্যন্ত দ্বীপপুঞ্জে ১৩০ জনের প্রাণহানির খবর পেয়েছে। এদিকে পূর্ব তিমুরে সরকারিভাবে ২৭ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে।
দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়,এখনো ৭০ জনের চাইতে বেশি লোক নিখোঁজ থাকার খবর জানা গেছে। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এই বিপর্যয়ে হতাহত এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। খারাপ আবহাওয়ার সময় কর্মকর্তাদের পরামর্শ মেনে চলার জন্য তিনি সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছেন।
খখ/প্রিন্স