মা ও শিশু হাসপাতালকে মাইক্রোবাস দিলেন চেম্বার সভাপতি

মাইক্রোবাস,মা ও শিশু জেনারেল হাসপাতাল, চেম্বার, সভাপতি, মাহবুবুল আলম

খাসখবর ডেস্ক নিউজ : চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল’র চিকিৎসকদের করোনা কালীন জরুরী পরিবহন সেবা প্রদানের লক্ষ্যে একটি মাইক্রোবাস সরবরাহ করেছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম।

thai foods

আজ বুধবার (৭ এপ্রিল) সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রাঙ্গনে চেম্বার সভাপতির পক্ষে মাইক্রোবাসটি হস্তান্তর করেন চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন)।

তিনি জানান, ব্যাক্তিগত উদ্দ্যেগেই মাইক্রোবাসটি দেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এর আগেও করোনা মহামারীর প্রথম ধাপে তিনি দামপাড়াস্থ পুলিশ লাইন হাসপাতালে ১৫ সেট অক্সিজেন সিলিন্ডার দিয়েছিলেন।

তাছাড়া মাহবুবুল আলম ইতোপূর্বে কোভিড-১৯ মহামারী চলাকালীন সার্জিস্কোপ এবং আল-মানাহিল নার্চার হাসপাতালে ২টি করে হাইফ্লো নেজাল কেনোলাসহ প্রায় ৭ হাজার দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল ও ভোগ্যপণ্য উপহারস্বরূপ প্রদান এবং বিভিন্ন ব্যক্তি ও পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

খখ/প্রিন্স

আগেবাঁশখালীতে ২ ঘন্টায় ২ মৃত্যু-দিনে ৩
পরেপর্ণো ভিডিওতে ভর্তি ‘শিশুবক্তা’ রফিকুলের ফোন, বিয়েতেও ধোঁয়াশা!