খাসখবর বাঁশখালী ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারায় নিজবাড়ীতে পানির পাম্পের সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় এক যুবক।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গন্ডামারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম মো. বোরহান উদ্দীন। বয়স ২৪। তিনি ওই বাড়ির আরিফুর রহমানের দ্বিতীয় ছেলে। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা করেছেন বলে জানা গেছে।
বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাবরিনা জাহান মিলি।
তিনি বলেন, নিজবাড়ীর পানির পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত এক যুবককে বৃহস্পতিবার সকালে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তার পালস চেক করার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
তিনি বলেন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এরপরও বিষয়টি বাঁশখালী থানায় অবহিত করা হয়েছে।
খখ/প্রিন্স