খাসখবর মহামারী ডেস্ক : করোনা ভাইরাসের বিষাক্ত বিষে আক্রান্ত হয়ে প্রায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর সাড়ি।
চট্টগ্রামে গত শুক্রবার ২৪ ঘন্টায় ফের রেকর্ড গড়েছে একদিনের করোনা শনাক্তে। এদিন নতুন করে ৫২৩ জন নাম লিখিয়েছে আক্রান্তের তালিকায়। ফলে জেলায় শনাক্ত ছাড়াল ৪৪ হাজার।
শনিবার (১০ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয় ২৪ ঘন্টায় করোনার ছোবলে আরও ৫ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।
সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়,কক্সবাজার হাসপাতাল ও চট্টগ্রামের ৭ ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৯১টি নমুনা পরীক্ষায় রেকর্ড সংখ্যক ৫২৩ জনের শরীরে ধরা পড়ে করোনা ভাইরাস।
আক্রান্তদের মধ্যে নগরের ৪২৯ এবং উপজেলার ৯৪ জন। জেলায় এ নিয়ে মোট আক্রান্ত দাঁড়ালো ৪৪ হাজার ৯১ জনে।
খখ/প্রিন্স