খাসখবর মহামারী ডেস্ক : প্রাণঘাতী করোনার বিষে আক্রান্ত হয়ে মারা গেছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. এ কে এম রফিক আহাম্মেদ।
আজ শনিবার (১০ এপ্রিল) ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
পরিবেশ অধিদপ্তরের পিআরও (পাবলিক রিলেশন অফিসার) মো. রিয়াজুল ইসলাম তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা যায়, ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে কর্মজীবন শুরু করেন তিনি। গত ২৭ বছরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
সবশেষ ২০১৯ সালের ২২ মে মহাপরিচালক হিসেবে পরিবেশ অধিদফতরে যোগদান করেন ড. এ কে এম রফিক আহাম্মেদ। তিনি ১০ম বিসিএস ফোরামের সদস্য এবং প্রশাসন ক্যাডারের অতিরিক্ত সচিব ছিলেন।
খখ/প্রিন্স