খাসখবর সীতাকুণ্ড ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুর থেকে এক স্বামীর মরদেহ উদ্ধারের কিছুক্ষণ পরেই খবর আসে পৃথক ঘটনায় আরো এক স্বামীর মৃত্যু হয়েছে।
এবার স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই স্বামী। আজ শনিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব হাসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আত্মহত্যা করা জামাল উদ্দিন ভোলা জেলার গোয়ালিয়ার চর থানার মনপুরা গ্রামের মোঃ হারুনের ছেলে। সে দীর্ঘদিন যাবত উল্লেখিত ভাটিয়ারী এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছেন।
জানা যায়, স্ত্রী রেনু বেগমের সাথে জামালের মনোমালিন্য হয় শুক্রবার রাতে। এর জের ধরে আজ ভোরে সে ঘরের বীমের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
নিহতের স্ত্রী রেনু বেগম ঘরের বাহির থেকে এসে তার ঘরে ঢুকতেই স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পাই। পরে বিমের সাথে লাগানো রশি কেটে স্বামীকে নিচে নামান। ততক্ষণে সে মারা যায়।
খবর পেয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শফিকুল ইসলাম শফিক ও এসআই নুরুন নবী ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
সার্জেন্ট শফিক বলেন, পারিবারিক কহলের জেরে জামাল নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়েছে শুনে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেছি।
প্রাথমিক অবস্থায় এটি আত্মহত্যা মনে হলেও পোষ্টমোটেম রির্পোট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বললেন এ পুলিশ কর্শকর্তা।
খখ/কামরুল/প্রিন্স