খাসখবর মহামারী চট্টগ্রাম : কোভিড-১৯ সংক্রমণে কোণঠাসা হয়ে পড়ছে চট্টগ্রাম। এ মহামারীর দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো জেলা। বেড়েই চলেছে সংক্রমণের হার। দিনের পর দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে এ মহামারী।
কোনদিন শনাক্তে আবার কোনদিন মৃত্যুর সংখ্যায় ভাঙ্গছে একের পর এক রেকর্ড। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা তাণ্ডবে প্রাণ হারিয়েছে ৯ জন। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে আরও ২২৮ জন।
আজ রবিবার (১১ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ছয়টি ল্যাবে ১ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২২৮ জনের দেহে করোনার বিষ শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২০৪ জন এবং উপজেলার বাসিন্দা ২৪ জন।
এনিয়ে চট্টগ্রামে করোনা শনাক্ত গিয়ে দাঁড়াল ৪৪ হাজার ৩১৯ জন। অন্যদিকে গত শনিবার ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৯ জন। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। এনিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃত্যু বেড়ে ৪২৩ জনে দাড়িয়েছে।
খখ/প্রিন্স