বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত

খালেদা জিয়া,করোনা,আক্রান্ত,বিএনপি, চেয়ারপারসন

খাসখবর রাজনীতি ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শরীরে মহামারী করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হলেও এ বিষয়ে দলীয় নেতা কর্মী কিংবা পরিবারের লোকজন নিশ্চিতভাবে জানাতে পারেনি।

thai foods

এর আগে শনিবার বিকালে তার বাসভবন থেকে নমুনা সংগ্রহ করার পর আইসিডিডিআরবি’র ল্যাবরেটরিতে তা পরীক্ষা করা হয়। আজ রোববার (১১ এপ্রিল) তার রিপোর্ট পজিটিভ আসে।

সূত্রের তথ্য অনুযায়ী, কয়েক দিন ধরে খালেদা জিয়া জ্বরে ভুগছেন। তাই তিনি করোনা সংক্রমিত কিনা জানতে শনিবার বিকেলে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়।করোনা পজেটিভ খালেদা জিয়া

এরপর ঢাকার অন্যতম একটি বেসরকারি হাসপাতালে তার করোনা পরীক্ষা সম্পন্ন হয়। সেই পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং ও দপ্তর বলছে, তারা কিছু জানে না। তারা এ বিষয়ে অবহিত নন।

এ বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দর বলেন, ‘নো কমেন্ট’। আর বোন সেলিমা রহমান বলেন, ‘আমি তো বেশ কয়েকদিন ধরে যাইনি। শরীরটা ভালো না। এ সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না।’

এর আগে শনিবার বিকাল ৩টার দিকে ল্যাবএইডের টেকনোলজিস্ট মো. সবুজ তার বাসায় প্রবেশ করেন। এর কিছুক্ষণ পর খালেদা জিয়ার ভাগ্নে ডা. মামুনও বাসায় যান।

এ সময় তার উপস্থিতিতে খালেদা জিয়ার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। করোনা পরীক্ষার পাশাপাশি তার ডায়াবেটিস টেস্টের জন্যও নমুনা নেওয়া হয়।

গোপনীয়তার সঙ্গে এই কার্যক্রম পরিচালিত হয় বলে সংবাদ প্রচারিত হয়। সংবাদ প্রচারিত হলেও তা অস্বীকার করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও ভাগ্নে ডা. মামুন।

খখ/প্রিন্স

আগেকালুরঘাটে কাভার্ডভ্যানের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
পরেপাহাড়তলীতে ছুরিকাঘাতে আহত যুবক