খাসখবর চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের কালুরঘাটে কাভার্ডভ্যানের ধাক্কায় পারভীন আক্তার (৩৫) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (১০ এপ্রিল) রাতে নগরীর চান্দগাঁও থানার কালুঘাট বিসিক শিল্পনগরী এলাকার বরিশাল বাজারে দুর্ঘটনাটি ঘটে।
নিহত পারভীন বেগম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মো. দুলাল মিয়ার স্ত্রী। চট্টগ্রামে নাফিসা ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানায় চাকরি করার সুবাধে তিনি দুই ছেলে মেয়ে ও স্বামীকে নিয়ে বিসিক শিল্প নগরীর কালাম নামে এক ব্যক্তির ভাড়া বাসায় থাকতেন।
শনিবার রাতে কাভার্ডভ্যানের ধাক্কায় পারভিনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া।
তিনি বলেন চাকরি শেষ করে রাত সাড়ে ১১টার দিকে কারখানা থেকে বাসায় ফিরছিলেন পোশাক শ্রমিক পারভিন আক্তার। বিসিক শিল্প নগরী এলাকায় পৌছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় তার।
এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করার পাশাপাশি চালক ও হেলপারকে আটক করা হয়েছে জানায় এ পুলিশ কর্মকর্তা।
খখ/প্রিন্স