খাসখবর ঈদ পার্বন ডেস্ক : সৌদি আরবের আকাশে আজ রোববার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১৩ এপ্রিল মঙ্গলবার প্রথম রোজা ঘোষণা করেছে সৌদি আরব।
সৌদি আরবের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, নতুন চাঁদ দেখা না যাওয়ায় সোমবার হবে শাবান মাসের ৩০তম দিবস।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এখবর জানিয়েছে, রবিবার সন্ধ্যায় বৈঠকে বসে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি। খালি চোখে আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি।
সোমবার (১২ এপ্রিল) শাবান মাসের ৩০ তারিখ বলে গণ্য হবে। তাই মঙ্গলবার থেকে রোজা পালনের ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে সৌদির আকাশে কোথাও চাঁদা দেখা গেলে দেশটির নাগরিকদের তা কমিটিকে জানানোর অনুরোধ করা হয়।
সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।
খখ/প্রিন্স