চট্টগ্রামের আরো ৭ প্রাণ কেড়ে নিল করোনা, একদিনে শনাক্ত ৫৪১

করোনা, আক্রান্ত,শনাক্ত,বিষ,মৃত্যু,চট্টগ্রাম

খাসখবর মহামারী চট্টগ্রাম : চট্টগ্রামে মহামারী করোনার তান্ডব যেন আরো অপ্রতিরোধ্য হয়ে উঠছে। আগের তুলনায় দ্বিগুন সংঘবদ্ধ হয়েই যেন প্রাণ নিতে ছুটে বেড়াচ্ছে চট্টগ্রাম নগরের অলি গলি। বিষ ঢেলে দিয়েছে পুরো জেলাতেও।

thai foods

প্রতিদিনই মৃত্যুর তালিকায় নতুন নতুন নাম। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সেই তালিকায় যোগ হয়েছেন আরও ৭ জনের নাম। পাল্লা দিয়ে বাড়ছে শনাক্ত। একদিনেই চট্টগ্রাম জেলায় নতুন করে করোনার বিষে আসক্ত হয়েছেন ৫৪১ জন।

সোমবার (১২ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে আরো জানা যায়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি ৮টি ল্যাবে ২ হাজার ৬০৩টি নমুনা পরীক্ষা হয়।

এতে নতুনভাবে করোনা শনাক্ত হয়েছেন ৫৪১ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৪৫২ জন এবং উপজেলার ৮৯ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪ হাজার ৮৬০ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীদের মধ্য থেকে নতুন করে আরো ৭ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায়। ফলে আগের দিন পর্যন্ত ৪২৩ জনের সাথে যোগ হয়ে এ সংখ্যা দাড়ায় ৪৩০ জন।

খখ/প্রিন্স

আগেদিদি কী মসনদ হারাচ্ছেন?
পরেবুয়েটে ভর্তির আবেদন শুরু ১৫ এপ্রিল, দুই ধাপে হবে পরীক্ষা!