চসিকের মোবাইল কোর্ট : মুখে মাস্ক নেই-৬ পথচারীর জরিমানা

মাস্ক,জরিমানা,চসিক,ভ্রাম্যমান আদালত,পথচারী

খাসখবর করপোরেশন ডেস্ক : মাস্ক না পরে ঘরের বাইরে বের হওয়ায় ছয়জন পথচারীকে নয়শত টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভ্রাম্যমান আদালত।

thai foods

আজ সোমবার সকালে নগরীর জিইসি মোড়, জাকির হোসেন রোড, ওয়ারলের্স মোড় ও আমবাগান এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এসভ অভিযানের নের্তৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিষ্ট্রেট জাহানারা ফেরদৌস।

স্পেশাল ম্যাজিষ্ট্রেট জাহানারা ফেরদৌস বলেন, চসিকের ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মুখে মাস্ক না পড়ে ঘরের বাইরে বের হওয়ার অপরাধে ৬ জন পথচারীর কাছ থেকে ৯শ টাকা আদায় করা হয়।

পাশাপাশি করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধে জনসাধারণকে সরকরি নির্দেশনা অনুযায়ী মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পথচারীদের সচেতন ও নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিষ্ট্রেটকে সহায়তা প্রদান করে।

খখ/প্রিন্স

আগেলাইফ সাপোর্টে বাংলা একাডেমির সভাপতি
পরেকাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে বৈসাবি উৎসবের আনুষ্ঠানিকতা শুরু