আইপিএলে রেকর্ড : ৩৫১ ছক্কার মালিক ক্রিস গেইল

ক্রিস গেইল,ছক্কা,রেকর্ড,আইপিএল

খাসখবর খেলাধুলা ডেস্ক : বিশ্ব ক্রিকেটে সাড়া জাগানো নাম ক্রিস গেইল! এবার ভারতের কোটিপতি লীগ আইপিএলে অনন্য এক রেকর্ড গড়লেন ক্রিস গেইল।

thai foods

পাঞ্জাব কিংসের হয়ে প্রথম ম্যাচেই ব্যাট হাতে লিখলেন নতুন এক কৃতিত্ব। ক্যারিবিয়ান এ বিস্ফোরক ব্যাটসম্যান ছাড়িয়ে গেছেন ৩৫০ ছক্কার মাইলফলক।

মুস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ‘ইউনিভার্স বস’ গেইলের ৪০ রানের ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি আর ২টি ছক্কার মার।

এতেই এ হার্ড-হিটার ব্যাটার লিখেন নতুন এক ইতিহাস। প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে ভারতীয় এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে এখন সব মিলিয়ে ৩৫১ ছক্কার মালিক।

গেইলের পরে দ্বিতীয় স্থানে থাকা এবি ডি ভিলিয়ার্সের ছক্কা ২৩৭টি। তাদের পরে মহেন্দ্র সিং ধোনি ২১৬, রোহিত শর্মা ২১৪ ও বিরাট কোহলি ২০১ ছক্কার মালিক।

খখ/মো মি

আগেসীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশা আরোহী নারীর মৃত্যু
পরেঅবশেষে পদত্যাগ করলেন হেফাজতের নায়েবে আমির আব্দুল্লাহ মো. হাসান!