খাসখবর চট্টগ্রাম ডেস্ক : কক্সবাজার থেকে ট্রাকে করে ইয়াবার চালান নিয়ে চট্টগ্রামের উদ্দ্যেশে আসছে। গোপনে এমন তথ্য পেয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশে একটি চেকপোস্ট স্থাপন করে র্যাব সদস্যরা।
দিনটি ছিল শ্রুক্রবার (১৬ এপ্রিল)। ঘড়ির কাটা তখন সন্ধ্যা সাতটা বেজে ৩০ এর ঘর ছুঁই ছুঁই। ঠিক তখন কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রাক আসছিল চেক পোস্ট বরাবর।
গতিবিধি সন্দেহজনক মনে হলে থামানোর সংকেত দেন র্যাব সদস্যরা। এতে ঘাবড়ে গিয়ে চালক হেলপার গাড়ি থামিয়ে পালানোর চেষ্টা করে। তবে পারেনি। ধরা পড়ে দুজনই অকপটে স্বীকার করে নেন ইয়াবা পাচারের কথা।
ট্রাকের কেবিনের ভিতর চালকের সিটের পিছ থেকে বিশেষ কায়দায় রক্ষিত ৪টি ইট সদৃশ কালো রংয়ের স্কচটেপ পেচানো প্যাকেট বের করে র্যাব সদস্যদের হাতে দেন নিজেরাই।
প্যাকেট খুললে বের হয়ে আসে আটত্রিশ হাজার ৬শত ৫০ পিস ইয়াবা। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ১৬ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব। মাদক পাচারের অপরাধে চালক-হেলপার দুজনকে আটক করা হয়। পাশাপাশি ইয়াবা পাচারে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার কোতোয়ালি মনিপুরের মৃত আব্দুল রহিমের ছেলে ট্রাক চালক মো. আবুল হোসেন (৩২) ও নারায়নগঞ্জের সিদ্দীরগঞ্জ থানা কদমতলী এলাকার মো. শহীদুল ইসলামের ছেলে হেলপার মো. মানিক মিয়া (২৯)।
দুজনকে আটকের তথ্য নিশ্চি করে র্যাবের সহকারি পরিচালক মিডিয়া মো. আনোয়ার হোসেন ভূঞা বলেন, আটক দুজনই দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি ও সরবরাহ করার কথা স্বীকার করেছে।
তিনি বলেন, দুজনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দ ট্রাক ও উদ্ধার করা ইয়াবাগুলো সাতকানিয়া থানায় দেওয়া হয়েছে।
খখ/প্রিন্স