বাকলিয়ায় ৫ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী মাদক কারবারি মিতু বেগম গ্রেপ্তার

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ও ২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী মাদক কারবারি মিতু বেগমকে গ্রেপ্তার করেছে।

thai foods

আজ ৫ ফেব্রুয়ারী (সোমবার) বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো বনানী আবাসিক এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী
জাহেদা বেগম প্রঃ মিতু বেগম (২৬), বাকলিয়া
থানার পেছনে অপুর কলোনীর (রুম নং-১৮) বাসিন্দা মোঃ জিল্লুর রহমান প্রঃ জনির স্ত্রী।

এবিষয়ে বাকলিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন জানান, এস আই মোঃ আনোয়ার হোসেনে নেতৃত্বে ‘টিম বাকলিয়া’ বায়েজিদ থানাধীন আতুরার ডিপো বনানী আবাসিক এলাকায়সহ একাধিক স্থানে ২৪ ঘন্টার বিরতিহীন অভিযান চালিয়ে অভিনব কৌশল ও ফাঁদ পাতে দীর্ঘদিন ধরে পলাতক জিআর সাজাপ্রাপ্ত আসামী জাহেদা বেগম প্রঃ মিতুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উক্ত আসামীকে মাদকদ্রব্য বিক্রি ও হেফাজতে রাখার দায়ে বিজ্ঞ আদালত ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

খখ/মো মি

আগেদ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরেরিয়াজউদ্দিন বাজার থেকে সিআরবি কেন্দ্রিক ডাকাতি-ছিনতাই: চক্রের ৪ সদস্য গ্রেফতার