খাসখবর বিনোদন ডেস্ক : গেল কদিনে একের পর এক দেশীয় চিত্রজগতের বাঘা বাঘা শিল্পীর মৃত্যুতে এমনিতেই মিডিয়াঙ্গন শোকাভিভূত। তার উপরে একাধিক নায়ক-নায়িকা করোনা আক্রান্তের খবর আসছে প্রতিনয়ত। সব মিলিয়ে চিন্তিত দেশের মিডিয়াঙ্গণ।
এরমধ্যেই এবার খবর এলো আশি ও নব্বইয়ের দশকে দাপটে নায়ক আলমগীরের শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাস। তার স্ত্রী ও সংগীতশিল্পী রুনা লায়লা মঙ্গলবার বিকেলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রুনা লায়লা বলেন,ঢাকার একটি হাসপাতালে তার স্বামী আলমগীর ভর্তি আছেন,চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি এখন ভালো আছেন বলে জানিয়েছেন রুনা লায়লা।
খখ/প্রিন্স