খাসখবর চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন রেলওয়ে পলোগ্ৰাউন্ড এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে সিএমপি গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির (পিপিএম-সেবা) এর দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) পংকজ দত্ত ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
গত সোমবার (১৯ এপ্রিল) রাতে পরিচালিত এ অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ১টি টিপ ছুরি ও ১টি লোহার ছুরি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. শাহ আলম প্রকাশ আলম (৪২), মো. সোহেল প্রকাশ জুয়েল প্রকাশ মামা জুয়েল (২৩), আল আমীন প্রকাশ আমিন প্রকাশ সুমন (২৪), মো. শহিদুল আলম সানি প্রকাশ সানি (৩১), মো. শফিকুল ইসলাম (২০) ও মো. সুজন প্রকাশ হানিফ (২১)।
এ বিষয়ে অভিযানের নের্তৃত্ব দেওয়া গোয়েন্দা উত্তর বিভাগের পুলিশ পরিদর্শক মুহাম্মদ আলমগীর (পিপিএম) বলেন,তাদের কাছে আগে থেকেই গোপন সংবাদ ছিল ডাকাতির প্রস্তুতি নিয়ে ওই এলাকায় অবস্থান করছে বেশ কয়েকজন ব্যাক্তি।
এমন খবরে তাৎক্ষনিক অভিযান চালিয়ে ছোরা,চাকু ও তলোয়ারসহ ছয়জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে নগরীর বিভিন্ন থানায় দ্রুত বিচার আইন, অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতিসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে জানিয়ে তাদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় পৃথক আরো দুটি মামলা করা হয়েছে বললেন এ পুলিশ কর্মকর্তা।
খখ/মো মি