আইন-শৃঙ্খলার উন্নতি ও জনমনে স্বস্তি আনতে পাঁচলাইশ থানা পুলিশের রোবাস্ট পেট্রোলিং

অপরাধীদের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারি বার্তা

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সিএমপির পাঁচলাইশ মডেল থানা পুলিশ রোবাস্ট পেট্রোলিং শুরু করেছে।

thai foods

পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সোলাইমান এর নেতৃত্বে আজ মঙ্গলবার (১ অক্টোবর) বিকাল ৪টা হতে সাড়ে ৬ টা পর্যন্ত আড়াই ঘন্টা ব্যাপি রোবাস্ট পেট্রোলিং এ অংশ নিয়েছেন পাঁচলাইশ থানার সকল অফিসার ও ফোর্সরা।

পাঁচলাইশ থানা মোড় হতে শুরু করে মির্জারপুল-মুরাদপুর -হামজারবাগ-রহমান নগর-হিলভিউ আবাসিক-রুবি গেইট-২ নং গেইট -প্রবর্তক মোড়-চমেক হাসপাতাল-অলি খাঁ মসজিদ মোড়-বাদুরতলা-বহদ্দারহাট মোড়-শুলকবহর-মুরাদপুর -মির্জারপুল হয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে রোবাস্ট পেট্রোলিং করা হয়।

এসময় পাঁচলাইশ থানার সর্বস্তরের জনগণ পুলিশের এধরনের উদ্যোগকে হাত নেড়ে স্বাগত জানান। তখন অনেকেই পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ প্রসঙ্গে পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন,
পুলিশের উপস্থিতি জানান দিয়ে জনমনে স্বস্তি ও প্রশান্তি ফিরিয়ে আনতে এভাবেই পাঁচলাইশ মড়েল থানাধীন প্রতিটি আবাসিক এলাকায় বিভিন্ন সময়ে রোবাস্ট পেট্রোলিং করা হবে। যারা বিভিন্নভাবে অপরাধ করেছে এবং নামে বেনামে যারা অপরাধ করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

খখ/মো মি

আগেচাকরির বয়স ৩৫ দাবি: আন্দোলনকারীদের প্রধান উপদেষ্টার আশ্বাস, মঙ্গলবার বৈঠক
পরেবাঁশখালী কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক