খাসখবর চট্টগ্রাম : প্রাণঘাতি করোনাভাইরাসের তাণ্ডবে যেখানে দিশেহারা বিশ্ব,সেখানে মৃত্যুহীন দিন মানে স্বস্থি। এবার সে স্বস্থির নিঃশ্বাস ফেলল চট্টগ্রাম।
কারণ চলতি মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই এই ভাইরাসের ছোবলে ২ থেকে ১১ জন পর্যন্ত প্রাণ হারিয়েছেন। গড়েছেন করোনায় মৃত্যুতে চট্টগ্রামে রেকর্ড। সোমবার মধ্যরাতে চট্টগ্রাম সিভিল সার্জনের প্রকাশিত প্রতিবেদনে মৃত্যুহীন দিন দেখল চট্টগ্রামবাসী।
তবে গত দুদিনের তুলনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়েছে। এর আগের দুনি যথাক্রমে ১৭১ ও ২০৮ জনের দেহে করোনা শনাক্ত হলেও সোমবার (২৬ এপ্রিল) ২৪ ঘন্টায় নতুন করে ২৪৫ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।
সিভিল সার্জন কার্যালয় থেকে সোমবার (২৭ এপ্রিল) মধ্যরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এদিন কক্সবাজার মেডিকেলসহ চট্টগ্রাম জেলায় মোট ১০টি ল্যাবে ১৩৮৭টি নমুনা পরীক্ষা করে ২৪৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্ত শনাক্তদের মধ্যে ১৭৯ জন চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা এবং ৬৬ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৪৯ হাজার ৩৪০ জন। এরমধ্যে নগরীর ৩৯ হাজার ৫শ ৭৯ জন এবং উপজেলার ৯ হাজার ৭শ ৬১ জন।
বিগত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্তদের মধ্য থেকে নতুন করে কোন মৃত্যু ঘটেনি। ফলে আগের দিনের সংখ্যা ৫০৪ জনেই থাকল মোট সংখ্যা। এরমধ্যে ৩শ ৭৫ জন চট্টগ্রাম মহানগরীর এবং ১শ ২৯ জন চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৫৬ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে ৬৮ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৯ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪৭ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ২১জনের নমুনা পরীক্ষা করেও কারো শরীরে করোনা শনাক্ত হয়নি।
তাছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১০ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৭ জন এবং চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
খখ/প্রিন্স