ঈদে টিভিতে দেখা যাবে শাকিব-বুবলীর ‘বীর’

খাসখবর বিনোদন ডেস্ক : গত বছর ২০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল কাজী হায়াতের ৫০তম সিনেমা ‘বীর’। যেখানে জুটি বেঁধে অভিনয় করেন ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান ও শবনম বুবলী।

thai foods

এক বছর না যেতেই সিনেমাটি এবার প্রচার হবে টিভিতে, দেখা যাবে বিনামূল্যে।

আসছে ঈদে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করতে যাচ্ছে দীপ্ত টিভি। এসকে ফিল্মসের ব্যানারে যৌথভাবে এটি প্রযোজনা করেছেন শাকিব খান ও মোহাম্মদ ইকবাল। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, নাদিম প্রমুখ।

শাকিব খান আগে জানিয়েছিলেন, সিনেমাটির গল্পটাই এমন যে তাকে নতুনভাবে প্রস্তুত হতে বাধ্য করেছে। কারণ, ‘বীর’ হলো দেশ ও প্রেমের ছবি।

শাকিব খান ও বুবলী অভিনীত দর্শকপ্রিয় এই সিনেমা চলবে দীপ্ত টিভির ৭ দিনের ঈদ অনুষ্ঠানমালার প্রথম দিন। এবারই প্রথম টেলিভিশনে দেখা যাবে সিনেমাটি।

খখ/মো মি

আগেশুকিয়ে গেছে পুকুর, নলকুপে উঠছে না পানি : দুর্ভোগে বোয়ালখালীবাসী
পরেচট্টগ্রামের ১০জনসহ দেশে নতুন ৭৮ জনের মৃত্যু : শনাক্ত ৩০৩১