লামায় পিকআপ গাড়ি উল্টে ১৩ নির্মাণ শ্রমিক আহত

বান্দরবান, লামা, পিকআপ, গাড়ি উল্টে,নির্মাণ শ্রমিক,
ফাইল ছবি

খাসখবর বৃহত্তর চট্টগ্রাম : বান্দরবান জেলার লামা উপজেলায় একটি পিকআপ গাড়ি উল্টে ১৩ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

thai foods

উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দরদরী-শীলেরতুয়া সড়কের হাতিরঝিরির কুটুবাড়ি এলাকায় বৃহস্পতিবার সকালে এ দূর্ঘটনা ঘটে।

এতে আহতরা হলেন- নবী হোসেন (১৫), মো. সাগর (১৯), মো. আরাফাত (২০), মনির হোসেন (১৭), মো. শাকিব (২০), মো. আলমগীর (২৫), শহিদুল ইসলাম (২০), মো. রেজাউল (৩০), আশ্রাফুল ইসলাম (১৫), নূরে মোস্তফা (১৭), মো. রাসেল (২৩), মো. রেজাউল করিম (১৫) ও ফয়সাল (২০)।

এরা সবাই লামা-আলীকদম এবং কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের পূর্বশীলেরতুয়া এলাকার একটি নির্মাণাধীন রাস্তার কাজ করতে পিকআপ গাড়ি যোগে যাচ্ছিলেন ১৩ শ্রমিক।

গাড়িটি সড়কের হাতিরঝিরির কুটুবাড়ি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১৩ শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পিকআপ গাড়ি উল্টে ১৩ শ্রমিক আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খখ/প্রিন্স

আগের‌্যাবের অভিযানে গ্রেফতার হলেন হেফাজত নেতা হারুন ইজহার
পরেসাত বছরের মধ্যে রেকর্ড দাবদাহের কবলে দেশ