খাসখবর রাজনীতি ডেস্ক : এবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) টিমের বিশেষ অভিযানে আটক হয়েছেন চট্টগ্রামের লালখান বাজার মাদরাসার পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুফতি হারুন ইজহার।
বুধবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর খুলশি থানার লালখান বাজার মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হারুন ইজহার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর বড় ছেলে।
হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনআমুল হাসান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। পরে র্যাব-৭ এর অধিনায়ক লেফট্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েলও গণমাধ্যমকে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন।
মশিউর রহমান বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে দেশের বিভিন্নস্থানে যে নাশকতা হয়েছে, তাতে প্রত্যক্ষভাবে মদদ দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৭ অক্টোবর নগরীর লালখান বাজার মাদরাসায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় দুই ছাত্র নিহত হন। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে গ্রেনেড ও মুফতি ইজহারের শয়নকক্ষ থেকে বিস্ফোরক তৈরিতে ব্যবহার্য ১৮ বোতল এসিড উদ্ধার করে।
খখ/প্রিন্স