করোনায় ভারতে ভয়াবহতা, কবরস্থান ও শ্মশানে সাদা গাড়ির বহর

একদিনে মৃত্যু ৩৫০১-শনাক্ত ৩ লাখ ৮৬ হাজার ৮৮৮ জন

করোনায়, ভারতে ভয়াবহতা, কবরস্থান,শ্মশানে সাদা গাড়ির বহর

খাসখবর আন্তর্জাতিক : করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারত। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কোভিডের দ্বিতীয় ঢেউ। সারিবদ্ধ লাশবাহী অ্যাম্বুলেন্সই বলে দিচ্ছে ভারতের করোনা পরিস্থিতির ভয়াবহতা।

thai foods

কবরস্থানে ভিড় ও শ্মশানে সাদা গাড়ির বহর। মৃতদেহ সৎকার করতে গিয়ে চাপে পড়েছে শ্মশান ও কবরস্থানগুলো। হাপাতালগুলোতে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সংকট।

যেখানে পুরনো লাশগুলোই এখনো সৎকার শেষ হয়নি সেখানে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩ হাজার ৫০১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার। দেশটিতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৩১৩ জন।

তথ্যানুযায়ী অতীতের সব রেকর্ড ভেঙে গিয়ে গত একদিনে শনাক্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) সকাল পর্যন্ত ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৮৮৮ মানুষ।

এ নিয়ে আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন এক কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৯৮৪ জন।

এর আগের রেকর্ডটি ছিলো দুদিন আগের। ২৭ এপ্রিল প্রথমবারের মতো একদিনে মৃত্যু হয় ৩ হাজার ২৮৫ জনের এবং শনাক্ত হয় ৩ লাখ ৬৯ হাজার ৯০২ জন রোগী। দুদিন পরই ফের নতুন রেকর্ড দেখলো ভারতবাসী।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ১৫ হাজার ১২৪ জন এবং নতুন করে ৮ লাখ ৯১ হাজার ৩৩৭ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩১ লাখ ৭৯ হাজার ১৮৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ১১ লাখ ১৭ হাজার ৬৭৯ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ৮৫ লাখ ১০ হাজার ৭৩০ জন।

খখ/প্রিন্স

আগেভাসানচরে যাওয়ার পথে চট্টগ্রাম বহির্নোঙ্গরে ডুবল পাথর বোঝাই বাল্কহেড
পরেমামুনুল হকের বিরুদ্ধে কথিত স্ত্রী জান্নাতের মামলা