দেশে আরো ৬০ জন মারা গেল করোনায়,নতুন আক্রান্ত ১৪৫২

করোনা,আক্রান্ত,শনাক্ত,মৃত্যু,করোনায়

খাসখবর মহামারী : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে ১ হাজার ৪৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

thai foods

সবমিলে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৫১০ জনের। আর মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৬০ হাজার ৫৮৪ জন। এর আগের দিন করোনায় আক্রান্ত হয়ে ৫৭ জন মারা যায়। আরও ওইদিন ২১৭৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

শনিবার (১ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১৫ হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৫২ জন। সারাদেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ৪২০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে।

পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৯ দশমিক ৬। দেশে মোট নমুনা পরীক্ষা হলো ৫৪ লাখ ৮৪ হাজার ৮২১টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৫ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হলেন মোট ৬ লাখ ৮৪ হাজার ৬৭১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক শূন্য ২ শতাংশ।

দেশে হত ২৪ ঘণ্টায় করোনার বিষে যে ৬০ জনের মৃত্যু হয়েছে সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর মধ্যে ৩৭ জন পুরুষ, ২৩ জন নারী। এদের মধ্যে ৩৭ জন ষাটোর্ধ্ব, ১০ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, সাতজনের বয়স ৪১ থেকে ৫০ বছর। এছাড়া ৩১ থেকে ৪০ বছরের মধ্যে মারা গেছেন দুজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় যে ৬০ জন মারা গেছেন, তাদের ২৮ জনই ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের ১৯ জন, রাজশাহী ও খুলনার পাঁচজন করে। এছাড়া বরিশালের একজন ও রংপুরের দুজনের মৃত্যু হয়েছে।

খখ/প্রিন্স

আগেহেফাজত নেতা জুনায়েদ আল কাসেমী গ্রেফতার
পরেপশ্চিমবঙ্গের মসনদে দিদি না মোদি!