হেফাজত নেতা জুনায়েদ আল কাসেমী গ্রেফতার

হেফাজত নেতা, জুনায়েদ আল কাসেমী, গ্রেফতার

খাসখবর রাজনীতি ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতায় জড়িত থাকার অভিযোগে হেফাজত নেতা মাওলানা জুনায়েদ কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

thai foods

আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করে। এ তথ্য নিশ্চিত করেন সিআইডির সিনিয়র এএসপি (মিডিয়া) জিসানুল হক জিসান।

তিনি বলেন,তিনি জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করে দেশের বিভিন্নস্থানের তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুনায়েদ কাসেমীকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকায় সিআইডির প্রধান কার্যালয়ে আনা হয়েছে।

খখ/প্রিন্স

আগেচট্টগ্রামে বজ্রপাতে নারীর মৃত্যু
পরেদেশে আরো ৬০ জন মারা গেল করোনায়,নতুন আক্রান্ত ১৪৫২