খাসখবর আন্তর্জাতিক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। জনতা মমতা দিদিকে ফের মুখ্যমন্ত্রী হিসাবে পাচ্ছে।
বিধানসভার মোট আসন ২৯৪টি হলেও ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজন ছিল ১৪৮টি আসনের। দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এরই মধ্যে ২১০টিরও বেশি আসন পেয়ে গেছে।
সমশেরগঞ্জ এবং জঙ্গিপুরে করোনা সংক্রমিত হয়ে দুই প্রার্থীর মৃত্যুর কারণে ওই দুটি আসনের ভোট স্থগিত করা হয়। ওই দুই আসনে ভোট হবে ১৬ মে।
এর আগে রোববার (২ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২টি আসনের আট দফার নির্বাচনের ভোট গণনা শুরু হয়। এরপর একে একে ঘোষণা করা হয় ফলাফল। দুই তৃতীয়াংশ আসনে জিতে ফের ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস।
খখ/প্রিন্স