খাসখবর সীতাকুণ্ড ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ড বার আউলিয়াস্থ ফুলতলা এলকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে আনসার ভিডিপি সোনাইছড়ি ইউনিয়ন কমান্ডার বদিউল আলম (৬০) প্রকাশ বদি সওদাগর।
জানা যায়, আজ রবিবার বেলা তিনটার সময় ঢাকামূখী একটি প্রাইভেট কার (চট্টমেট্টো গ-১১-৪৮৬৭) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গিয়ে বদিউল আলমকে চাপা দেয়।
স্থানীয় পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বদিউল আলম সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফুলতলা গ্রামের মৃত আহম্মদ মিয়ার ছেলে।
সড়ক দুর্ঘটনায় নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত। তিনি বলেন, স্থানীয়দের কাছে থেকে সড়ক দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত টিম নিয়ে ঘটনাস্থলে পৌছায়।
গুরুতর আহাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। পরে জানতে পারি চিকিৎসক তাকেমৃত ঘোষণা করেছেন। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে জানিয়ে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
খখ/কেআইডি/প্রিন্স