খাসখবর চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার বেশকিছু সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার রাত পৌনে একটার সময় পাহাড়তলী আবদুপাড়ার নূর আলী মাজার সংলগ্ন নির্মানাধীন একটি বাড়ির নীচ তলার কক্ষ থেকে জুয়া খেলা অবস্থায় পুলিশ তাদের হাতে নাতে আটক করে।
আটককৃতরা হলেন, মো. হাসান (৩০), মো. সাহেদ (২৮), মো. সোহেল (৩৬), মো. সুমন (৩২) ও মো. মাসুদ (৩২)।
আটক ৫ জুয়াড়ির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে জানায় পাহাড়তলী থানার ওসি।
খখ/প্রিন্স