সুয়েজ খালে আটকে গেল মালবাহী জাহাজ, সমুদ্রে ট্র্যাফিক জ্যাম

সুয়েজ খালে আটকে গেছে জাহাজ
thai foods

খাসখবর আন্তর্জাতিক সংবাদ : বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ সুয়েজ খালে আটকে গেছে বিশাল এক মালবাহী জাহাজ। জাহাজটি আড়াআড়িভাবে দাঁড়িয়ে থাকার ফলে সমুদ্রে ট্র্যাফিক জ্যামের সৃষ্টি হয়েছে। ব্যহত হয়েছে জাহাজ চলাচল।

thai foods

জানা যায়, এমভি ইভারগ্রিন নামের ২ লাখ ২০ হাজার টন ক্ষমতা সম্পন্ন জাহাজটি উত্তরদিকে ভূমধ্যসাগরের দিকে এগিয়ে যাওয়ার সময় মিসরের সুয়েজখাল অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে গিয়ে সংকীর্ণ খালটিতে আড়াআড়িভাবে আটকে যায়।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে বিশাল মালবাহী জাহাজটি আটকে যাওয়ায় ওই এলাকায় মালবাহী জাহাজগুলোর জট তৈরি হয়েছে। ১ হাজার ৩১২ ফুট লম্বা ও ১৭৭ ফুট চওড়া মালবাহী এ জাহাজটি সরাতে শতশত টাগবোট ব্যবহার করা হচ্ছে।

এভার গিভেন নামের জাহাজটিকে সরানোর চেষ্টায় নেমেছে মিশরের প্রশাসন। সঙ্গে খালের দুই তীরে এক্সাভেটর দিয়ে মাটি কাটার কাজও চলমান রয়েছে। এটিকে সরাতে কয়েকদিন সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সুয়েজ খাল কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. জেনারেল ওসামা রাবি মিসরের গণমাধ্যমকে বলেছেন, কর্তৃপক্ষের উদ্ধার ইউনিট জাহাজটি সরানোর জন্য কাজ করছে।

পানামায় রেজিস্ট্রিকৃত এভার গিভেন চীন থেকে মালবাহী কন্টেইনার নিয়ে নেদারল্যান্ডস এর বন্দর শহর রোটেরডামে যাচ্ছিল। প্রযুক্তিগত ব্যর্থতার কারণে জাহাজটি আটকা পড়েছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

উল্লেখ্য, ১৫০ বছরের বেশি পুরানো সুয়েজ খাল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট। আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০ শতাংশ বাণিজ্য এই রুট দিয়ে হয়। সুয়েজ খাল কর্তৃপক্ষের (এসসিএ) মতে, ২০২০ সালে প্রায় ১৯ হাজার জাহাজ এই রুট ব্যবহার করেছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ৫১.৫টি জাহাজ এই রুটি দিয়ে চলাচল করেছে।

খখ/প্রিন্স

আগেবোয়ালখালীতে মুখে মাস্ক না পড়ে জরিমানা দিল ৬ পথচারী
পরেস্বপ্নজাল’খ্যাত অভিনেত্রী পরির ভীষণ ইচ্ছে করছে পাখি হতে