খাসখবর বোয়ালখালী : চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫টি বসতঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে।
আজ রবিবার (৯ মে) দুপুর দেড়টার দিকে উপজেলা পশ্চিম শাকপুরা আচার্য পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. এনামুল কবির।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১টি গাড়ি প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে রক্ষিত আচার্য, সাধন আচার্য, সুব্রত আচার্য, রুপন আচার্য ও সঞ্জয় আচার্যের বসতঘর পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি।
খখ/পুজন/প্রিন্স