খাসখবর চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে এবার মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম।
করোনা পজেটিভ হওয়ার বিষয়টি তিনি জানতে পারেন গতকাল (২৪ মার্চ) বুধবার রাতে। পজেটিভ রিপোর্ট জানার আগ পর্যন্তও তিনি চট্টগ্রাম কাস্টমস হাউসের অফিসে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার সুলতান মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার রাতে কাস্টমস হাউসের কমিশনার মহোদয়ের করোনা পজেটিভ রিপোর্ট আসায় তিনি কোয়ারেন্টিনে ছুটিতে আছেন। থাকবেন আগামী ৭ এপ্রিল পর্যন্ত।
তিনি কর্মস্থলে যোগদান না করা পর্যন্ত আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) থেকে চট্টগ্রামের ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন কাস্টম হাউসের কমিশনারের দায়িত্ব পালন করছেন বলে জানান হাউসের ডেপুটি কমিশনার সুলতান মাহমুদ।
খখ/প্রিন্স