ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীনের করোনা পজিটিভ

ভারতের শচীনের করোনা পজেটিভ আক্রান্ত টেন্ডুলকার

খাসখবর স্পোর্টস ডেস্ক : সবরকম সচেতনতা অবলম্বন করার পরেও দুর্ভাগ্যবশত করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের।

thai foods

আজ শনিবার (২৭ মার্চ) টুইটে ৪৭ বছর বয়সী মাস্টার ব্লাস্টার নিজেই জানিয়েছেন সেই কথা। টুইটে শচীন জানিয়েছেন, ‘করোনাকে দূরে সরিয়ে রাখার জন্য আমি সব রকম নিয়ম এবং সতর্কতা মেনে চলেছি। নিয়মিত পরীক্ষাও করিয়েছি।

কিন্তু তা সত্ত্বেও আজ আমি এই ভাইরাসে আক্রান্ত হয়েছি। শরীরে মৃদু উপসর্গও দেখা দিয়েছে। তবে বাড়ির বাকি সদস্যের সকলেরই রিপোর্ট নেগেটিভ।’

টুইট বার্তায় তিনি আরো জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজেকে এখন সম্পূর্ণ কোয়ারেন্টাইনে রেখেছেন এবং প্রয়োজনীয় সকল প্রটোবল মেনে চলছেন। এ সময় পাশে থাকার জন্য স্বাস্থ্যকর্মী ও বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা সমর্থকদের ধন্যবাদ জানান এই কিংবদন্তী ক্রিকেটার।

খখ/প্রিন্স

আগেচট্টগ্রাম বিভাগের ৫ জনসহ দেশে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু
পরেনীরবে দেশত্যাগ সাকিবের, আইপিএল খেলতেই গেল ভারতে