নীরবে দেশত্যাগ সাকিবের, আইপিএল খেলতেই গেল ভারতে

সাকিব আল হাসান, বিশ্বসেরা, অলরাউন্ডার, ভারতে, আইপিএল, নীরবে

খাসখবর স্পোর্টস ডেস্ক : অনেকটাই নীরবে-নিভৃতে দেশত্যাগ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএল খেলতে আজ (শনিবার) সকাল ৯.৪৫ মিনিটে ইউএস বাংলার ঢাকা-কলকাতা ফ্লাইটে ভারত গেছেন তিনি।

thai foods

সম্প্রতি একটি অনলাইন লাইভ অনুষ্ঠানে ‘বিস্ফোরক’ মন্তব্য করে বেশ কিছুদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাকিব আল হাসান। এরপর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গণমাধ্যমকে এড়িয়ে চলছেন।

আর তাই এবার অনেকটা নীরবেই তিনি ভারতে আইপিএল খেলার উদ্দ্যেশে দেশ ত্যাগ করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। কবে যাবেন, গণমাধ্যমে খবরটা আগেভাগে চাউর হয়নি। এমনকি যে ওয়াসিম খান এসব খবর দুই-তিন দিন আগে পেয়ে থাকেন, তিনিও জেনেছেন আজ সকালেই।

আজ সকাল ৮টার দিকে তিনি ওয়াসিম খানকে ফোন করে বলেন, ‘এয়ারপোর্টে চলে আসেন। আমি যাচ্ছি।’ ওয়াসিম খানও সাকিবের এ হঠাৎ দেশত্যাগের খবর শুনে অবাক।

জানা যায়, আগামী ৯ এপ্রিল শুরু হবে আইপিএল। কলকাতা তাদের প্রথম ম্যাচ খেলবে ১১ এপ্রিল, সাকিবেরই সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।

ইউএস বাংলার ঢাকা-কলকাতা ফ্লাইট থেকে ভারতের কলকাতায় নামবেন সাকিব। সেখান থেকে তার আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচের ভেন্যু চেন্নাইয়ে যাবেন।

সেখানে এক সপ্তাহের কোয়ারেন্টিনের পর দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশের এ তারকা অলরাউন্ডার। আইপিএল ক্যারিয়ারে ছয় বছর কলকাতায় কাটানোর পর তিন বছরের বিরতি দিয়ে আবারও ফ্র্যাঞ্চাইজি দলটিতে যোগ দিয়েছেন সাকিব।

ওয়ানডের বিশ্বসেরা এই অলরাউন্ডারকে চতুর্দশ আইপিএলের নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।

চখ/প্রিন্স

আগেভারতের ব্যাটিং কিংবদন্তি শচীনের করোনা পজিটিভ
পরেযশোরেশ্বরী কালী মন্দিরে কেন পুজো দিলেন মোদি, এর বিশেষত্ব কি?