যশোরেশ্বরী কালী মন্দিরে কেন পুজো দিলেন মোদি, এর বিশেষত্ব কি?

সাতক্ষীরা যশোরেশ্বরী কালী মন্দিরে পুজো মোদি বিশেষত্ব

খাসখবর ইতিহাস ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি আজ ২৭ মার্চ সকালে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্ৰামের যশোরেশ্বরী কালী মন্দির দর্শন করে পূজা দেন।

thai foods

এ মন্দিরে কেন তিনি পূজো দিলেন, আসুন যশোরেশ্বরী কালী মন্দিরের বিশেষত্ত্ব সম্পর্কে জেনে নিই। কি ছিলো ৪৫০ বছরের পুরানো সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় যশোরেশ্বরী কালী মন্দিরে। প্রতিষ্ঠার ইতিহাস কি বলে?

১৫৬০-৮০ সাল পর্যন্ত রাজা লক্ষ্মণ সেনের রাজত্বকালে তিনি স্বপ্নে আদিষ্ট হয়ে ঈশ্বরীপুর এলাকায় একটি মন্দির নির্মাণ করেন। মন্দিরটি নির্মাণের পর সেটি বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে মন্দিরটি জঙ্গলাকীর্ণ হয়ে ওঠে।

সে সময় শ্যামনগরের ধুমঘাট ছিল বাংলার ১২ ভূঁইয়ার এক ভূঁইয়া রাজা প্রতাপাদিত্যের রাজধানী। রাজা প্রতাপাদিত্য এসময় দেখতে পান, ওই জঙ্গল থেকে এক আলোকরশ্মি বেরিয়ে আসছে।

তিনি তখন মন্দিরটি খোলার নির্দেশ দেন। মন্দিরটি খুলেই সেখানে দেখা মেলে চন্ডভৈরবের আবক্ষ শিলামূর্তি। তখন থেকে সেখানে পূজা-অর্চনা শুরু হয়।

ইতিহাসের তথ্য অনুযায়ী আরও জানা যায়, দক্ষ রাজার কনিষ্ঠ কন্যার নাম ছিল দাক্ষায়নী বা সতী। তিনি জন্ম থেকে মহাদেবের পূজারিণী ছিলেন।একপর্যায়ে তিনি স্বেচ্ছায় মহাদেবকে বিবাহ করেন। এতে দক্ষ রাজার ঘোর আপত্তি ছিল।সাতক্ষীরা যশোরেশ্বরী কালী মন্দিরে পুজো মোদি বিশেষত্ব

এক অনুষ্ঠানে দক্ষ রাজার উপস্থিতিতে মহাদেব আসেন। কিন্তু মহাদেব রাজাকে তার শ্বশুর বলে পরিচয় দেননি। এতে তিনি চরম অপমানবোধ করেন। পরে শুরু করেন দক্ষযজ্ঞ। এতে সতীবালা ও মহাদেব নিমন্ত্রিত ছিলেন না। এতে অপমান বোধ করেন সতীবালা। কিছুক্ষণ পরেই সতীবালা দেহত্যাগ করেন।

এ খবর পেয়ে কৈলাস থেকে দ্রুতবেগে নেমে আসেন মহাদেব। তিনি দক্ষ রাজার মুণ্ডু কর্তন করে বলির জন্য নিয়ে আসা ছাগলের মুণ্ডু কেটে সেখানে বসিয়ে দিয়ে দক্ষযজ্ঞ লণ্ডভণ্ড করে দেন।

পরে তিনি মৃত স্ত্রী সতীবালাকে কাঁধে নিয়ে কৈলাস পাহাড়ে চলে গিয়ে ক্ষোভে ও দুঃখে ব্রহ্মান্ড ধ্বংস করার পরিকল্পনা করেন।

এ খবর পেয়ে ব্রহ্ম ও নারায়ণ সিদ্ধান্ত নিলেন মহাদেবকে ঠান্ডা করতে হলে তার কাছ থেকে সতীবালার মৃতদেহ সরিয়ে নিতে হবে। সে অনুযায়ী সুদর্শন চক্র দিয়ে সতীবালাকে ৫১ খণ্ড করা হয়।সাতক্ষীরা যশোরেশ্বরী কালী মন্দিরে পুজো মোদি বিশেষত্ব

এর একখণ্ড এসে পড়ে বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে। সেখানেই প্রতিষ্ঠিত হয় যশোরেশ্বরী কালীমন্দির।

অপর খণ্ডগুলো পশ্চিমবঙ্গের কালীঘাট, আফগানিস্তান, পাকিস্তানসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল। আজ বাংলাদেশের মহান অতিথি শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালীমন্দির দর্শন করেন ও পুজা দেন।

খখ/মোহন মিন্টু/প্রিন্স

আগেনীরবে দেশত্যাগ সাকিবের, আইপিএল খেলতেই গেল ভারতে
পরেউত্তাল পটিয়া, লাটি সোটা নিয়ে বিক্ষোভ মিছিল