খাসখবর পটিয়া প্রতিনিধি : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে ঘিরে সারাদেশের ন্যায় রবিবার সকাল সন্ধা হরতাল সফল করতে চট্টগ্রামের পটিয়াতেও লাটি সোটা নিয়ে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতের নেতাকর্মীরা।
শনিবার (২৭ মার্চ) দুপুরে পৌরসদরে পটিয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় ১ ঘন্টা গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় আশ পাশের ব্যবসা প্রতিষ্ঠান। দিনব্যাপী সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
জানা যায়, পটিয়া মাদ্রাসা ছাত্রসহ হেফাজতের প্রায় তিন হাজার নেতা কর্মী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন এবং সারাদেশে হেফাজত নেতাকর্মীদের উপর গুলি বর্ষনের প্রতিবাদে লাটি সোটা নিয়ে দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে বের করে।
এসময় পটিয়া থানার পুলিশ নিরাপত্তা বেষ্টুনি দিয়ে তাদের ঘিরে রাখে। মিছিলটি ইন্দ্রপুল হয়ে পোস্ট অফিস মোড়, মুন্সেফবাজার, উপজেলা গেইট ও থানার মোড় হয়ে ডাক বাংলোতে এসে শেষ হয়।
মিছিল পরবর্তী এক সমাবেশে হেফাজতের নেতাকর্মীরা বলেন, নরেন্দ্র মোদী ইসলামের শত্রু। সে কীভাবে মুসলিম প্রধান এই দেশে আসে।
তারা বলেন, সারাদেশে হেফাজতের যে সকল কর্মীদের গুলিবর্ষণ করে হত্যা করেছে এবং যারা আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। চরম হুশিয়ারী উচ্চারণ করে চলমান কর্মসূচী অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছে, হেফাজতের নেতা কর্মীরা দ্বিতীয় দিনে মিছিল নিয়ে বের হলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বেষ্টুনির মধ্যে তাদের রাখা হয়।
তিনি বলেন, সব ধরনের নাশকতা এড়াতে শুরু থেকে সর্তক অবস্থায় রয়েছে পটিয়া পৃুলিশ। তিনি আরো জানান, নাশকতা এড়াতে পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসা এবং শান্তিরহাট জিরি মাদ্রাসায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খখ/সঞ্জয়/প্রিন্স