খাসখবর ক্রীড়াঙ্গণ ডেস্ক : বরাবরের মতোই টসে হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা ভারতের। ইংল্যান্ডের বিপক্ষে সহজ সমীকরণের ম্যাচে ভারতের কোন ব্যাটসম্যান শতকের দেখা না পেলেও অর্ধশতকের ঝড় তুলেছেন শিখর ধাওয়ান, ঋষভ পন্ত এবং হার্দিক পান্ডিয়া।
পুনেতে ওয়ান-ডে সিরিজের নির্ণায়ক ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং’য়ের আমন্ত্রণ জানান ইংরেজ অধিনায়ক জোস বাটলার। কুলদীপের পরিবর্তে দলে আসেন টি নটরাজন।
উড়ন্ত সূচনায় ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের দায়িত্বশীল ব্যাটিংয়ে উইকেট বিহীন দলীয় স্কোরে শতক ছাড়িয়ে ১০৩ রানের জুটি বাঁধেন। ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ৩৮ রান করে রশিদের শিকার হন ওপেনার রোহিত শর্মা।
এরপর পরবর্তী ৫৪ রান যোগ করতে ভারত হারায় ৫ উইকেট। ১০ বলে মাত্র ৭ রান করে মইন আলির শিকার হয়ে ফিরলেন ভারত অধিনায়ক। আগের ম্যাচে সেঞ্চুরি করা লোকেশ রাহুল ফেরেন ১৮ বলে ৭ রানে।
এর আগে সিরিজের দ্বিতীয় অর্ধশতরান আসে শিখর ধাওয়ানের ব্যাট থেকে। ১০টি বাউন্ডারির সাহায্যে ৫৬ বলে ৬৭ রান করেন তিনি। ১৫৭ রানে ৫ উইকেট পতনের পর দলের হাল ধরেন ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়া। ষষ্ঠ উইকেটে ৯৯ রানের জুটি গড়েন তারা।
ঋষভ পন্থ চলতি সিরিজের দ্বিতীয় অর্ধশতরানটি পূর্ণ করে ৬২ বলে ৭৮ রান করেন। ইনিংসে ছিল ৫টি চার এবং ৪টি ছয়। সমসংখ্যক চার-ছক্কা হাঁকিয়ে ৪৪ বলে ৬৪ রান করেন হার্দিক পান্ডিয়া।
ঋষভ পন্থ এবং পান্ডিয়া আউট হয়ে যাওয়ার পর সপ্তম উইকেটের জুটিতে ৪৫ রান যোগ করেন ক্রুনাল পান্ডিয়া এবং শার্দুল ঠাকুর। ২১ বলে ঝোড়ো ৩০ রান করে আউট হন শার্দুল।
কিন্তু শেষ তিন উইকেটে অবশিষ্ট চার ওভার সম্পূর্ণ ব্যাট করতে পারেনি ভারতীয় দল। দশ বল বাকি থাকতেই শেষ পর্যন্ত ৪৮.২ ওভারে ৩২৯ রানে গুটিয়ে যায় ভারত।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন মার্ক উড, দুই উইকেট নেন আদিল রশিদ।
খখ/প্রিন্স