খাসখবর চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীতে সুযোগের সন্ধানেই থাকত চুরিতে এক্সপার্ট রাবেয়া আক্তার নেহা। ব্যাটে বলে হলেই মারেন ছক্কা। ঠিক এভাবেই মাত্র তিন বছরে চট্টগ্রাম নগরীতে চুরিতে হাঁকিয়েছেন শতক।
তার ভাষ্যমতে প্রায় প্রতিদিন চট্টগ্রাম নগরীর অলি গলিতে কিংবা ফ্ল্যাট বাড়িতে উঁকি ঝুঁকি দেন রাবেয়া। কেউ নামাজ পড়তে গেলে বা সকালে মর্নিং ওয়াকে গেলে আবার রাতের বেলায় পরিবারের সকলে ঘুমিয়ে গেলেই শুরু হয় তার অ্যকশন।
আজ (২৮ মার্চ) ভোরে আবারও নতুন এক বাসায় চুরি করতে গিয়ে ধরা পড়েন তিনি। উত্তর আগ্রাবাদ এলাকা থেকে রাবেয়া আক্তার নেহা নামে ওই নারী চোরকে গ্রেফতার ডবলমুরিং থানা পুলিশ।
পুলিশ জানায় এর আগেও দুইবার গ্রেফতার হন রাবেয়া। আজ (২৮ মার্চ) ভোরে মোল্লাপাড়ার ফাতেমা মনজিলের এক বাসায় চুরি করতে গিয়ে ধরা পড়ে রাবেয়া।
তথ্যটি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, রাবেয়া আক্তার নেহা একজন পেশাদার চোর। তার স্বীকারোক্তি অনুযায়ী সে ৩ বছরে কমপক্ষে একশটি চুরি করেছে। কিন্তু বাস্তবে এ সংখ্যা আরও বেশি।’
ওসি মহসীন আরও বলেন, রাবেয়া খুবই ধূর্ত। সে সবসময় বোরকা পরে চুরি করে যাতে কেউ চিনতে না পারে। এখন সে গর্ভবতী। ধরা পড়লেও সহানুভূতি পাবে। তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
খখ/প্রিন্স